Main Menu

জৈন্তাপুরে ১৭ টি ভারতীয় গরু আটক

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর হতে ১৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

উপজেলার ডিবির হাওর সীমান্তের ১২৮৬ পিলার এলাকা হতে শনিবার (২৩ নভেম্বর) বেলা দেড়টায় ৪৮ বিজিবি’র ডিবির হাওর বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার দাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৭টি ভারতীয় গরু আটক করে।

এলাকাবাসী জানান চোরকারবারী দলের সদস্য তাজ উদ্দিনের নেতৃত্বে ভারত হতে অবৈধ পথে গরু গুলো নিয়ে বাংলাদেশে প্রবেশের পর পরই বিজিবি অভিযান চালিয়ে ১৭টি গরু আটক করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের সদস্যরা গরু ফেলে ভারতে পালিয়ে যায়।

অপরদিকে একই এলাকার ১২৮৬ রিভার পিলার এলাকা হতে গত ২০ নভেম্বর সকাল ১১টায় ৪৮ বিজিবি ডিবির হাওর বিশেষ ক্যাস্প টহল টিম ২টি মহিষ ও ২টি গরু আটক করে। এছাড়া একইদিন রিভার পিলার এলাকা হতে জৈন্তাপুর ক্যাম্প অভিযান চালিয়ে ৮টি গরু ও ৫টি মহিষ আটক করে। চোরাকারবারি দলের সদস্য সিদ্দিকুর রহমান ও মনা মিয়া এসকল গরু অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসছিল বলে জানা গেছে।

৪৮ বিজিবি’র ডিবির হাওর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দাবিরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রন করতে প্রতিদিন বিজিবি অভিযান পরিচালনা করছে। শনিবার দুপুর দেড়টায় অভিযান চালিয়ে ১৭টি গরু আটক করা হয়েছে। আটক গরু গুলো সিও স্যাারের নির্দেশে কাষ্টমস কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রয় করা হবে।

Share





Related News

Comments are Closed