ঢাকা ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল কানাডা

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের জন্য বিধি-নিষেধ তুলে নিয়েছে কানাডা। শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশ ভ্রমণে এই বিধি-নিষেধ তুলে নেয় দেশটির সরকার।
এর আগে ঢাকার বাইরে ভ্রমণের বিষয়ে থাকা নিষেধাজ্ঞা তুলে নিলেও ঢাকা ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ অব্যাহত রেখেছিল কানাডা।
তবে সম্প্রতি ঢাকা ছাড়া দেশের বিভিন্ন এলাকা ভ্রমণের বিষয়ে সতর্কতা শিথিল করে দেশটি। সেই ধারাবাহিতায় অটোয়া সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ভ্রমণের ক্ষেত্রেও বিনা প্রয়োজনে ভ্রমণ পরিহার করার বার্তা প্রত্যাহার করে নেয় কানাডা।
২০১৬ সালে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর বিভিন্ন পশ্চিমা দেশের মতো কানাডাও তার নাগরিকদের কোনো প্রয়োজন ছাড়া বাংলাদেশ সফর না করার পরামর্শ দেয়। তবে নিজ দেশের নাগরিকদের জন্য এখনো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় যাওয়ার ক্ষেত্রে সতর্কতা বজায় রেখেছে কানাডা।
পার্বত্য এলাকায় সহিংসতা, অপহরণ ও সংঘাতের আশঙ্কায় বেশিরভাগ পশ্চিমা দেশই নিজ নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম এলাকার ব্যাপারে সতর্ক করে আসছে।
গত জুন মাসেই বাংলাদেশ ভ্রমণে সতর্কতা শিথিল করার ইঙ্গিত দেন ঢাকায় কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন।
Related News

ঘুরে এলাম রূপকথার রাজ্য: আলীর গুহা বা সুড়ঙ্গ
কবির হোসেন: ০৫ জুন ২০১৯, পবিত্র ঈদ-উল-ফিতর এর সারাদিন কাটালাম বাড়িতে শুয়ে বসে। ব্যাগ মোটামুটিRead More

রাতারগুলে প্রবেশ-ভিডিও ধারণ-নৌকা ভ্রমণে ফি দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক ।। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকাRead More
Comments are Closed