Main Menu

প্রবাসির বাড়িতে অসামাজিকতার দায়ে আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর থেকে অসামাকিজতার অভিযোগে মা-মেয়েসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দ কলেজ বাড়ি প্রবাসী রানা মিয়ার বাসা থেকে তাদের আটক করে ওসমানীনগর থানা পুলিশ।

এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের বিশেষ সেবা নম্বরে ৯৯৯ অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ। এলাকাবাসীর অভিযোগ, আটককৃত মা-মেয়ে প্রবাসী রানা মিয়ার বাড়িতে ভাড়া থেকে অসামাজিক কাজ চালিয়ে আসছিলেন। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসমানীনগর থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশের বিশেষ সেবা নম্বর ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি অবগত করা হলে দুলিয়ারবন্দ এলাকার রানা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিকতায় লিপ্ত থাকায় হাতেনাতে মা-মেয়েসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এসএম আল মামুন বলেন, আটককৃদের অসামাজিকতার দায়ে আদালতে চালান করা হয়েছে। তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে।

0Shares

Related News

Comments are Closed