Main Menu

ডেঙ্গুর পরামর্শের জন্য ড্যাবের হটলাইন চালু

বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু মোকাবেলায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে দেশব্যাপী র‌্যালি ও লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি। এবার ডেঙ্গু আক্রান্তদের অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ফ্রি পরামর্শ দেয়ার জন্য হটলাইন চালু করেছে দলটির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।

বুধবার (৭ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডেঙ্গু পরামর্শ কেন্দ্র ও হটলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ড্যাবের কর্মকাণ্ডের প্রশংসা করে রিজভী বলেন, ‘আজকে ডেঙ্গু আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ড্যাব হটলাইন চালু করেছে যা খুবই গুরুত্বপূর্ণ। যে কেউ ডেঙ্গু বিষয়ে পরামর্শ জানতে চাইলে সহজেই সহযোগিতা পাবেন। ০১৩০৬৮৫৯৬৬৪ নাম্বারে কল করলে যে কেউ ডেঙ্গু বিষয়ে পরামর্শ জানতে পারবেন। বিএনপির অন্য অঙ্গ সংগঠনগুলোও পাড়ায় মহল্লায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করছে।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, ‘আমরা মানবিক কারণে কাজ করছি। আজকে ডেঙ্গু আক্রান্ত মানুষের পদভারে হাসপাতালে ঠাঁই নেই অবস্থা। এজন্য মানুষের পাশে দাঁড়াতে আমরা ড্যাবের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। আমাদের হটলাইনে যেকেউ ফোন করে ডেঙ্গু রোগ নিয়ে পরামর্শ জানতে পারবেন।’

ড্যাবের মহাসচিব আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু এখন সারা দেশে মহামারী আকার ধারণ করেছে। কিন্তু সরকার প্রকৃতপক্ষে কোনও পদক্ষেপ নেয়নি। ডেঙ্গু রোগ সামাল দেয়া যাচ্ছে না। অবিলম্বে ডেঙ্গুকে মহামারী ও জাতীয় দুর্যোগ ঘোষণা করা হোক। এজন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি। তাহলে সবাই ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ নিবে। সবাইকে সচেতন হতে হবে এর কোনো বিকল্প নেই।’

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. আবদুস সেলিম, মহাসচিব অধ্যাপক ডাঃ আব্দুল সালাম, কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম শাকিল, ডা: মোঃ ফখরুজ্জামান, ড্যাবের তথ্য ও গবেষণা সম্পাদক ডা: মোঃ সায়েম, ফারুক কাশেম, মশিউর রহমান কাজল প্রমুখ। হটলাইন উদ্বোধনের পর নয়া পল্টন এলাকায় লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী।

Share





Related News

Comments are Closed