Main Menu

পাপুয়া নিউগিনিতে সহিংসতায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউগিনির (পিএনজি) পার্বত্য অঞ্চলে গোষ্ঠীগত সহিংসতায় নারী ও শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোররাতে দেশটির হেলা প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, হেলা প্রদেশে এক নৃগোষ্ঠীর গ্রামে অপর নৃগোষ্ঠীর সদস্যরা হামলা চালায়। এতে আক্রান্ত গ্রামের ২৪জন নিহত হয়েছে।

দেশটিতে গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে শোচনীয় নৃগোষ্ঠীগত সংঘাতের ঘটনা।

পিএনজির প্রধানমন্ত্রী জেমস মারাপে নৃশংস এ ঘটনাকে জীবনের অন্যতম দুঃখের দিন হিসেবে অবহিত করেছেন। ফেসবুকে দেয়া এক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী বলেন, এটি আমার জীবনের অন্যতম দুঃখের দিন।

গত ২০ বছর ধরে ওই এলাকার কয়েকটি নৃগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে।

হাগুই, ওকিরু ও লিউয়ি নৃগোষ্ঠীর বন্দুকধারীদের নেতৃত্বে এসব হত্যাকাণ্ড হয়েছে এবং দায়ীদের সবাইকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মারাপে।

Share





Related News

Comments are Closed