Main Menu

জাপানে ভুল পথে চালকবিহীন ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে দুর্ঘটনার কবলে পড়েছে একটি চালকবিহীন ট্রেন। এতে ১৪ যাত্রী আহত হয়েছে। রোববার জাপানের পুলিশ জানিয়েছে, রাজধানী টোকিওর শহরতলীতে অবস্থিত একটি রেল স্টেশনে ভুল গতিপথে যাওয়ায় ওই ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছে। সে সময় ট্রেনটি একটি বাফার স্টপের সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চালকবিহীন কোন ট্রেন ৩০ বছরে এই প্রথম দুর্ঘটনা কবলিত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

দুর্ঘটনাটি আপাত দৃষ্টিতে বিপজ্জনক মনে হলেও এতে কারো প্রাণ হারানোর শঙ্কা নেই বলে জানানো হয়েছে। মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে শিন সুগিতা রেল স্টেশনের ট্রেন পরিচালনা বিষয়ক সভাপতি আকিহিকো মিকামি বলেন, ভুল গতিপথে প্রায় ২০ মিটার পথ অতিক্রম করে একটি বাফার স্টপে আঘাত হানে ওই ট্রেনটি।

মিকামি আরও বলেন, যেখানে ওই দুর্ঘটনা ঘটেছে ওই রেল লাইন বন্ধ করে দেয়া হয়েছে। পুণরায় আবার কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিত নয়।

বিশ্বের বিভিন্ন দেশ যখন পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি রাস্তায় নামিয়েছে ঠিক সে সময়ে জাপানের ইতিহাসে অনেক আগে থেকেই চালকবিহীন ট্রেন চলাচল করছে।

Share





Related News

Comments are Closed