Main Menu

ছড়াকার তাজুল ইসলাম বাঙালি আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছড়াকার ও শিশু সংগঠক তাজুল ইসলাম বাঙালি আর নেই। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি মা, স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা বরইকান্দি ঈদগাহ প্রঙ্গণে প্রয়াতের জানাযা শেষে পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাজুল ইসলাম বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রেণীর মানুষ।

পেশায় সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া খেলাঘরের জাতীয় পরিষদের সদস্য ও ছড়ামঞ্চ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।

0Shares

Related News

Comments are Closed