Main Menu

সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: অবিলম্বে সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে গ্রাহক শুনানি অনুষ্ঠিত হয়।
গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের আহ্বায়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেণ সিংহের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ও বাসদ জেলার সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় গণ শুনানীর শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী।

গ্রাহক শুনানির সম্মানিত জুরি বোর্ড এর সদস্য ছিলেন জাসদ সিলেট’র সভাপতি লোকমান আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই.ইউ শহিদুল ইসলাম, সুজন এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি আরিফ মিয়া, ন্যাপ সাধারণ সম্পাদক এম এ মতিন, বাসদ (মার্কসবাদী) জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, বাসদ জেলার সদস্য প্রণব জ্যোতি পাল।

গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট রনেণ সরকার রনি, নিজাম উদ্দিন, ওমর ফারুক, আব্দুল জব্বার শাহিন, বেসরকারি উন্নয়ন সংস্থার লক্ষীকান্ত, চঞ্চলেন্দু দাশ ও পরম জ্যোতি।

গ্রাহক শুনানির প্রেক্ষিতে সম্মানিত জুরি বোর্ড, গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত গণবিরোধী বলে আখ্যায়িত করেন এবং অনতিবিলম্বে সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে সভাপতি আগামী ৫ মে সকাল ১১টায় জালালাবাদ গ্যাস অফিসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন ও জ্বালানি মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed