Main Menu

বাঁধের কাজ শেষ না হওয়ায় শাস্তির দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি: নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য দায়িদের শাস্তি এবং অতি দ্রুত সকল বাঁধের নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।

সোমবার সুনামগঞ্জের তাহিরপুরের সুলেমানপুরে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।

সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর পরিচালনায় মানব্বন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে দাবির প্রতি একাত্মতা জানিয়ে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ, আব্দুল আমিন, বাবুল মিয়া, এমদাদ মিয়া, রুহেন মিয়া, আকিক মিয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে কাসমির রেজা বলেন, ২০১৭ সালের প্রলয়ংকারী বন্যার পর হাওরের ফসল রক্ষায় সরকারের শীর্ষ মহলের আন্তরিকতা আমাদের আশান্বিত করেছে। নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এরপরও এ বছর কেন সময়মত বাঁধের কাজ সম্পন্ন হয়নি তা আমাদের বোধগম্য নয়। আমরা চাই অতিদ্রুত সকল হাওরে বাঁধের কাজ শেষ করা হোক এবং সময়মত বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। এক ফসলী বোরো ধানের উপর নির্ভরশীল হাওরের কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে কোন খামখেয়ালি চলবে না।

Share





Related News

Comments are Closed