দক্ষিণ সুরমায় ৮ মাদক সেবনকারীকে কারাদন্ড
প্রকাশিতকাল: ৬:৪৭:২৭, অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৮, সংবাদটি পড়েছেন ১৪৭ জনবৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
রবিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, গতকাল শনিবার রাত পৌণে ১০টায় র্যাব-৯ সদস্যরা দক্ষিণ সুরমা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান করে। অভিযানে আটককৃত মাদক সেবীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র্যাব-৯ এর ভ্রাম্যমানা আদালত।
কারাদন্ড প্রাপ্ত মাদকসেবীরা হলো- গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ির আতিকুল হকের ছেলে আজিজুল হক রনি (২৫), দক্ষিণ সুরমার ঝালোপাড়ার ছিফাত উল্লার ছেলে গিয়াস (৩৫), বিশ্বনাথের টুকেরকান্দি এলাকার আয়ুব আলীর ছেলে শাহ আলম (৩৪), দক্ষিণ সুরমার তেতলী এলাকার আশ্রব আলীর ছেলে লেবু মিয়া (৪৫), সুনামগঞ্জ জেলার জগন্নথপুরের খিদিরপুর এলাকার আমরু মিয়ার ছেলে কুটি মিয়া (৩৫), দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকার আব্দুল লতিফের ছেলে সুমন (১৯), সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার ছমির উদ্দিনের ছেলে এলাম হোসেন (৪৭), দক্ষিণ সুরমার বদিকোনা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (২৩)। তাদেরকে ২ থেকে ৩০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
Related News

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদেরRead More

শাহী ঈদগাহের পবিত্রতা রক্ষার দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহের পবিত্রতা রক্ষা, মাদকসেবী, নারীদের অবাধ বিচরণ বন্ধসহRead More
Comments are Closed