Main Menu

বিশ্বনাথে স্ত্রী হত্যাকারী হেলাল সুনামগঞ্জ থেকে গ্রেফতার

মো. আবুল কাশেম, বিশ্বনাথ থেকে : সিলেটের বিশ্বনাথে দু’সন্তানের জননী হত্যা মামলার আসামী ঘাতক হেলাল মিয়াকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বিরেন্দ্রনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঘাতক হেলাল মিয়া দোয়ারাবাজার উপজেলায় অবস্থান করছে। দোয়ারাবাজার থানা পুলিশের সহযোগীতায় এসআই মিজানুর রহমান বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার বিরেন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে হেলাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন। এরপর সকাল ৯টায় গ্রেফতারকৃত হেলালকে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারী চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে স্ত্রী লুবনা বেগম (২৮) কে গলা কেটে হত্যা করে হেলাল মিয়া। হত্যার পর সে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশের নিস্ফল অভিযান পরিচালিত হয়। অবশেষে হেলালকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

প্রায় ১০ বছর পূর্বে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আল-আমিন (৯) ও নাজিফা বেগম (৩) নামে তাদের দুই সন্তান রয়েছে। হত্যার তিন দিনের মাথায় লুবনার বড় ভাই বাদী হয়ে হেলাল মিয়াকে একমাত্র আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন।

Share





Related News

Comments are Closed