বিয়ানীবাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে বালু বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিবলু আহমেদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মে) রাত ৯টার দিকে বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার পৌরসভার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিবলু উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার খাসা পণ্ডিতপাড়া এলাকায় বসবাস করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় বালু বোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবকের শরীর ছিন্নভিন্ন ও দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনার পর পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।
খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। থানা পুলিশ বলছে, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার দায়িত্বশীলরা।
এসময় তারা নিহতের স্বজনদের সান্ত্বনা জানানোর পাশাপাশি জড়িত ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত শিবলু আহমদের স্বজন সুমন আহমদ জানান, এমন মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ভাতিজার মৃত্যু দেখে আমরা হতবাক। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, আমরা এর বিচার চাই।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার খবর নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
Related News

কক্সবাজার যাওয়া ছয় শ্রমিককে ২০ হাজার টাকা করে বিক্রি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি গ্রামের ছয়জন রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে কক্সবাজার গিয়ে ৬দিনRead More

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শিক্ষার ক্ষেত্রে আমার সুনজর রয়েছে: সৈয়দা আদিবা হোসেন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈয়দা আদিবা হোসেনRead More
Comments are Closed