Main Menu

টস জিতে ফিল্ডিংয়ে খুলনা টাইটান্স

স্পোর্টস ডেস্ক: চলমান বিপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস আর গতবারের চমক জাগানিয়া দল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।
রোববার বিপিএল এর দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের ঢাকার বিপিএল মিশনটা ভালো হয়নি। সিলেট সিক্সার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে তারা। এদিকে, ঢাকার প্রতিপক্ষ হয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে খুলনা।
সিলেট সিক্সার্সের কাছে শনিবার উদ্বোধনী ম্যাচে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় দলটি। প্রতিপক্ষ খুলনা টাইটান্স।
ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এদিন তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ঢাকা। একাদশে এসেছেন ক্যারিবিয়ান রহস্যময়ি স্পিনার সুনীল নারিন। গত আইপিএলে নিজেকে ব্যাটসম্যান হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। এছাড়াও একাদশে ঢুকেছেন জহুরুল ইসলাম অমি ও সৈয়দ খালেদ আহমেদ। তাদেরকে জায়গা দিতে বাদ পড়েছেন মেহেদী মারুফ, সাকলাইন সজীব ও আদিল রশিদ।
ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সুনীল নারিন, ইভিন লুইস, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, ক্যামেরন ডেলপোর্ট, জহুরুল ইসলাম অমি, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহীদ।
খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, রাইলি রুশো, কার্লোস ব্র্যাথওয়েট, শাডউইক ওয়ালটন, জফরা আর্চার ও আকিলা ধনঞ্জয়া।

Share





Related News

Comments are Closed