বিয়ে ও তালাকের তথ্য ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন বাধ্যতামূলক: হাইকোর্ট
বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
আদালত বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন বাধ্যতামূলক করলে প্রতিটি তথ্য সরকারি ব্যবস্থায় সুরক্ষিত থাকবে। ডেটাবেজ পুরোপুরি কার্যকর ও ব্যবহারযোগ্য হবে এবং নাগরিকরা, বিশেষ করে নারী, সহজেই তথ্য যাচাই করতে এবং ডিজিটাল কপি সংগ্রহ করতে পারবেন।
২০২১ সালের ৪ মার্চ এইড ফর ম্যান ফাউন্ডেশন এবং তিন ব্যক্তি বিয়ে ও তালাকের ক্ষেত্রে ডিজিটালাইজ রেজিস্ট্রেশন প্রবর্তনের নির্দেশ চেয়ে রিট করেছিলেন।
রিটে বলা হয়, তথ্যপ্রযুক্তিনির্ভর রেজিস্ট্রেশন না থাকায় প্রতারণার ঘটনা ঘটছে। স্বামী বা স্ত্রী বিয়ের তথ্য গোপন রাখায় আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা ঘটছে এবং সন্তানের পিতৃপরিচয় নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২১ সালের ২৩ মার্চ হাইকোর্ট রুল দেন। রুলে কেন্দ্রীয় একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করে বিয়ে ও তালাকের ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিষয়টি কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান জানান, হাইকোর্ট বিয়ে ও তালাকের সব তথ্য পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ বিবাদীদের এ বিষয়ে কার্যক্রম নিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান, সহকারী ছিলেন আইনজীবী তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
রায়ের পর প্রতিক্রিয়ায় আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘আদালতের এই সিদ্ধান্ত দেশে পরিবারের নিরাপত্তা, নারীর সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনগত স্বচ্ছতা নিশ্চিত করবে। ডিজিটাল নিবন্ধন চালু হলে গোপন বিয়ে, একাধিক বিয়ে লুকানো, পূর্ববর্তী তথ্য গোপন এবং তালাক প্রমাণের জটিলতা কমবে।’
Related News
ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে: তাজুল ইসলাম
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ বছর আগে গুমের পর বিএনপি নেতা এম ইলিয়াসRead More
বিয়ে ও তালাকের তথ্য ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন বাধ্যতামূলক: হাইকোর্ট
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিয়ে ও তালাকের সব তথ্য ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন বাধ্যতামূলকRead More



Comments are Closed