লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসী বহনকারী দুইটি নৌকা ডুবে গেছে। এতে চারজন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে লিবিয়ান রেড ক্রিসেন্ট নিশ্চিত করেছেন। নিহতদের প্রত্যেকেই ছিলেন বাংলাদেশি নাগরিক। খবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে সংস্থাটি জানায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আল-খুমস উপকূলের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর পেয়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছান। প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি অভিবাসী ছিলেন, যাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৬৭ জন সুদানি নাগরিক, দুইজন মিশরীয় এবং আটজন শিশু ছিল বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে।
জীবিত এবং নিহতদের মৃতদেহ উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
ইউরোপে অবৈধ পথে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য লিবিয়াকে প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে অনেক অভিবাসী। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানি এরইমধ্যে এক হাজার ছাড়িয়েছে, যা এই পথের চরম বিপদকে তুলে ধরে। অনিয়মিত অভিবাসী প্রবাহ বাড়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে।
Related News
হজযাত্রীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব
Manual7 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণেRead More
কঙ্গোতে তামা-কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) একটি তামা ও কোবাল্টRead More



Comments are Closed