সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টিতে যান চলাচল ব্যাহত, মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি ও তীব্র বাতাস দেখা দিয়েছে। বুধবার সকালে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে মক্কার দক্ষিণাঞ্চলের বহু রাস্তাঘাট প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে মক্কার কেন্দ্রীয় এলাকা মসজিদুল হারামে শুধু মেঘলা আকাশ ও প্রবল বাতাস দেখা গেছে; সেখানে বৃষ্টি হয়নি।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) মক্কার কিছু এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।
সংস্থাটি জানিয়েছে, ওই অঞ্চলে প্রবল বর্ষণ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে, যা রাত পর্যন্ত চলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ মক্কার ডিফা‘কসহ বিভিন্ন এলাকায় যানবাহন জলাবদ্ধ রাস্তায় চলাচল করছে।
এনসিএমের মুখপাত্র হুসাইন আল-কাহতানি জানিয়েছেন, আগামী ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তিনি নাগরিকদের সতর্ক থাকতে, নিচু এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ, আসির, আল বাহা, জাজান, কাসিম, হাইল, তাবুক, আল জৌফ, উত্তর সীমান্ত অঞ্চল এবং পূর্বাঞ্চলের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল দমকা বাতাস, শিলাবৃষ্টি, উঁচু ঢেউ ও আকস্মিক বন্যার সম্ভাবনাও রয়েছে।
মক্কা প্রদেশের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নাগরিক ও চালকদের পানি জমতে পারে এমন উপত্যকা, টানেল ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এছাড়া মক্কা, জেদ্দা ও তাইফের মধ্যবর্তী সড়কে যাতায়াতকারী চালকদের কম দৃশ্যমানতা ও পিচ্ছিল রাস্তার বিষয়ে সতর্ক করা হয়েছে।
Related News
হজযাত্রীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণেRead More
কঙ্গোতে তামা-কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) একটি তামা ও কোবাল্টRead More



Comments are Closed