২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতর সম্ভবত ২০ মার্চ অনুষ্ঠিত হবে।
সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওই দিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে। খবর গালফ নিউজের।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় আরব আমিরাতের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি আরও একদিন বাড়তে পারে।
এর ফলে আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি পাওয়ার কথা রয়েছে। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ, সোমবার।
আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
Related News
২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতর সম্ভবতRead More
হোসেনের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বালুচর এলাকার বান্দিা রাজমিস্ত্রী সুমন আহমদের ছেলে,Read More



Comments are Closed