জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। আবেদন করা যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ ডিসেম্বর এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভর্তি পরীক্ষা পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি জানান, সরকারি ছুটির দিন বাদে বাকি দিনগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও সাতটি ইউনিটে পালা পদ্ধতিতে ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো ‘এ’ ইউনিটে, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো ‘বি’ ইউনিটে, আইন অনুষদ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং কলা ও মানবিক অনুষদভুক্ত বিভাগগুলো ‘সি’ ইউনিটে, জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো ‘ডি’ ইউনিটে, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলো ‘ই’ ইউনিটে, নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ ‘সি–১’ ইউনিটে এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ–জেইউ) ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান জানান, ২১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হলেও প্রতিটি ইউনিটের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচির সঙ্গে মিলিয়ে ইউনিটভিত্তিক তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার সময়সূচি ও ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য দুই–তিন দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এবারও ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে একাধিক কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Related News
ঢাকার ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূতRead More
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি পূর্ণবহাল
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি বছরের শীতকালীন ছুটিরRead More



Comments are Closed