রাজশাহীতে বিচারকের বাসায় দুর্বৃত্তদের হামলা, স্কুলপড়ুয়া ছেলে নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান (সুমন) কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের হামলায় বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাওসিফ রহমান নবম শ্রেণিতে পড়ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্র প্রচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকেও আটক করা হয়েছে। তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান গণমাধ্যমকে বলেন, দুপুরের দিকে দুর্বৃত্তরা সহকারী বিচারকের ডাবতলা এলাকায় নিজ বাসভবনে হামলা চালায়। দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে বিচারকের ছেলে ও স্ত্রী গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান মারা যায়।
পুলিশ কমিশনার বলেন, বিচারকের আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এমন হামলা হয়েছে তা কেউ বলতে পারছে না।
Related News
রাজশাহীতে বিচারকের বাসায় দুর্বৃত্তদের হামলা, স্কুলপড়ুয়া ছেলে নিহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানেরRead More
রায়গঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহি বিএনপির ২ নেতার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি বিএনপির ২ নেতাRead More



Comments are Closed