Main Menu

আজ একা থাকার দিন

Manual6 Ad Code

লাইফস্টাইল ডেস্ক: আজ ১১ নভেম্বর বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে ‘সিঙ্গেল ডে’ বা একা থাকার দিন। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয় বরং নিজের মতো করে বাঁচার স্বাধীনতা, নির্বিবাদী জীবনযাপন, নিজের সত্তাকে উপভোগ করার সুযোগ।

Manual7 Ad Code

সিঙ্গেল মানেই ঝাড়া হাত-পা, কোনো কৈফিয়তের দায় নেই, নেই প্রেমের টানাপড়েন। কেউ কেউ হয়তো প্রেমহীনতার আফসোসে ভোগেন, কিন্তু অনেকেই এই একাকিত্বকেই স্বাধীনতার আনন্দ হিসেবে দেখেন।

একা থাকার আনন্দ যারা একবার অনুভব করেন, তারা জানেন এর ভেতর লুকিয়ে আছে মুক্তির স্বাদ। কেউ কেউ সম্পর্কের ব্যর্থতা বা বিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে গড়ে তোলেন, আবার কেউ নিজের ইচ্ছায় একা থাকাকে বেছে নেন।

এই ‘সিঙ্গেল ডে’ উদযাপনের সূত্রপাত চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী, যারা ভালোবাসায় ব্যর্থ হলেও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতেন, ১৯৯৩ সালে প্রথম এই দিবসটি উদযাপন করেন। দিনটি বেছে নেওয়া হয় ১১ নভেম্বর অর্থাৎ ১১-১১। প্রতিটি ‘১’ একক মানুষকে বোঝায়, আর চারটি এক মিলে জীবনের সম্মিলিত আনন্দকে প্রতীকীভাবে প্রকাশ করে।

Manual1 Ad Code

চীনে দিনটি মূলত ভালোবাসা দিবসের বিপরীতে একা মানুষদের উৎসব হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। এখন বিশ্বের নানা প্রান্তে এই দিনটি পালিত হয় আত্মপ্রেম, স্বাধীনতা এবং নিজেকে উদযাপনের বার্তা নিয়ে।

‘ডেজ অব দ্য ইয়ার’-এর তথ্য অনুযায়ী, এই উদ্যোগের প্রচারক ছিলেন টমাস ও রুথ রয় নামের দুজন ভদ্রলোক। তাঁদের লক্ষ্য ছিল, মানুষ যেন একা থাকাকে লজ্জার নয়, বরং গর্বের বিষয় হিসেবে দেখতে শেখে।

Manual4 Ad Code

তাই আজকের দিনটি হোক নিজের জন্য নিজের সঙ্গে সময় কাটানোর, নিজের সঙ্গ উপভোগ করার দিন। একা থাকা মানেই কিন্তু শূন্যতা নয়; বরং স্বাধীনতার মিষ্টি পরশ।

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code