‘কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হউন’
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মোকাবেলায় কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।
সোমবার (১০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে শরিফ ওসমান হাদী বলেন, ‘১৩ তারিখ আমরা ফজর পড়ব শাহবাগে। এক হাতে থাকবে লিফলেট, অন্য হাতে বাঁশের লাঠি। সারা দিন রাজপথে ভোটারযোগ করব আর খুনি লীগের গুণ্ডাগুলারে খুঁজব।’
তিনি বলেন, ‘দিল্লির জঙ্গিগুলোকে কোথাও এক মিনিটের জন্য পাওয়ামাত্রই ওদের পাওনা বুঝিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আমাদের সঙ্গে থাকবেন শহীদ পরিবার ও আহত ভাই-বোনেরা।’
তিনি আরও বলেন, ‘দেশ ধ্বংসের জন্য কয়েকশ কোটি টাকা বাজেট করেছে ফেরাউসিনা। আপনারাও কয়েকশ কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হোন। আজাদির এই জমিনকে আমরা আর জাহান্নাম হইতে দেব না। ইনশাআল্লাহ।’
সূত্র: সোশ্যাল মিডিয়া
Related News
সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগRead More
বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩Read More



Comments are Closed