সিলেটে ক্বীনব্রীজের পাশে উন্মোচন হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি
স্পোর্টস ডেস্ক: সিলেটে আগামি ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে রোববার (৯ নভেম্বর) বেলা পৌনে একটায় জমকালো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বিসিবি।
সিলেট নগরীর ঐতিহ্যবাহী ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডু বালবিরনি। এছাড়া সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমসহ বিসিবির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচনা ঘোষণা করা হয়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দুই অধিনায়ক আসন্ন সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন,
“নিজেদের মাঠে খেলতে নামা সবসময়ই গর্বের বিষয়। সিলেটে দারুণ একটি ম্যাচ হবে বলে আমি বিশ্বাস করি। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট উপহার দিতে।”
অন্যদিকে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডু বালবিরনি বলেন, “বাংলাদেশে খেলতে আসা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা। এই পরিবেশ, এই উচ্ছ্বাস—সবকিছু আমাদের অনুপ্রাণিত করে। আশা করি, দর্শকরা উপভোগ্য টেস্ট ম্যাচ দেখতে পাবেন।”
সিলেটের ঐতিহাসিক স্থাপনায় এমন আয়োজন ঘিরে স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ট্রফি উন্মোচনের সময় ক্বীনব্রীজ এলাকায় জড়ো হন শতাধিক ক্রিকেটপ্রেমী, যারা দুই দলকেই শুভকামনা জানান।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার এই টেস্ট সিরিজের মধ্য দিয়ে সিলেট আবারও পরিণত হচ্ছে দেশের ক্রিকেট উৎসবের প্রাণকেন্দ্রে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল এতিহাসিক লালবাগ কেল্লায় এবং অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার ক্বীনব্রীজ এলাকায় ট্রফি উন্মোচন করা হয়।
Related News
সিলেটে ক্বীনব্রীজের পাশে উন্মোচন হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি
Manual4 Ad Code স্পোর্টস ডেস্ক: সিলেটে আগামি ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুRead More
শাবিপ্রবিতে ‘স্পোর্টস সাস্ট ওমেনস ক্রিকেট টুর্নামেন্ট’ সিজন–৪ এর রেজিস্ট্রেশন শুরু
Manual7 Ad Code স্পোর্ট ডেস্ক: “স্পোর্টস সাস্ট” কর্তৃক আয়োজিত ওমেন্স ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোরRead More



Comments are Closed