সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ থেকে সভাপতিসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক আন্দোলনের নেতাকর্মীদের গণগ্রেফতার ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল এবং শান্ত তালুকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে সংগঠক ও রাজনৈতিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। এসময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’
উল্লেখ্য, এর আগে গত শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ বড়বাজার এলাকায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ।
সম্প্রতি সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের আন্দোলন তীব্র আকার ধারণ করে। আন্দোলনের সময় দীর্ঘ সময় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পুলিশ জানিয়েছে, এ আন্দোলনের সঙ্গে বাসদ ও সিপিবি-সংযুক্ত কয়েকজন সংগঠক সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
Related News
শাকসু নির্বাচন পরিচালনায় ওয়েবসাইট উদ্বোধন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদRead More
সিলেটে সাব্কে মেয়র কামরানের বাসায় পুলিশের অভিযান, স্কুল শিক্ষার্থী আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের বাসায় অভিযানRead More



Comments are Closed