সুবিপ্রবির প্রথম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের সর্ববৃহৎ বিদ্যাপীঠ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক বছর পূর্তি উপলক্ষ্যে ১ম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় সুবিপ্রবির শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক পায়রা উড্ডয়ন ও বর্ণাঢ্য আনন্দ র্যালীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
র্যালীটি সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে শুরু হয়ে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে আলোচনা সভায় এসে মিলিত হয়।
সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সুবিপ্রবির প্রভাষক শান্তা রানি সাহা ও সাইদুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সারওয়ার উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সুবিপ্রবির ডিন ড. হারুনুর রশিদ, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াছ মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ।
এসময় আরো বক্তব্য রাখেন, সুবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, সুনামগঞ্জ সোনালী ব্যাংকের ডিজিএম হিমাংশু আচার্য্য, ১ম ব্যাচের শিক্ষার্থী তাকবিল, গোলাম মওলা তাইমুম, সোহানুর রহমান সোহান প্রমূখ।
এসময় সুবিপ্রবির সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা, আব্দুল মজিদ কলেজের ভাররাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
জামালগঞ্জে টিনের বান্ডিল পড়ে যুবকের মৃত্যু, আহত ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারে ঢেউটিনের বান্ডিলেরRead More
আজ সুনামগঞ্জ হানাদারমুক্ত দিবস
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৬ ডিসেম্বর। সুনামগঞ্জবাসীর কাছে এই তারিখ শুধু একটিRead More



Comments are Closed