মেট্রোপলিটন ইউনিভার্সিটি পেল TEDx লাইসেন্স
বৈশাখী নিউজ ডেস্ক: সৃজনশীলতা, উদ্ভাবন ও নতুন চিন্তার ধারাকে আরও প্রসারিত করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট অর্জন করেছে একটি অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি TEDx আয়োজনের আনুষ্ঠানিক লাইসেন্স পেয়েছে। যা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জ্ঞানবিনিময় প্ল্যাটফর্ম। এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে “ÒTEDx Metropolitan University Sylhet” নামে। যার মূল স্লোগান “ÒFrom Mundane to Muse”।
এই স্লোগানটি মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর দর্শন ও চেতনার প্রতিফলন, যা বিশ্বাস করে- সাধারণ জীবন, ভাবনা ও অভিজ্ঞতাই অনুপ্রেরণার উৎস হতে পারে। “From Mundane to Muse” মূলত একটি আহ্বান, যেখানে প্রতিটি মানুষকে উৎসাহিত করা হচ্ছে নিজের ভাবনাকে মূল্য দিতে, সৃজনশীল চিন্তা ও মানবিক উদ্ভাবনের মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে।
TEDx হলো বৈশ্বিক সংগঠন TED-এর (Technology, Entertainment, Design) একটি স্বাধীন সম্প্রসারণ, যার মূল উদ্দেশ্য “Ideas Worth Spreading”- অর্থাৎ ছড়িয়ে দেওয়ার মতো মূল্যবান ধারণা প্রচার করা।
এখন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট সেই বৈশ্বিক চিন্তার মঞ্চের অংশ হয়ে উঠলো, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং উদ্যোক্তারা নিজেদের অনন্য ভাবনা ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, “TEDx লাইসেন্স অর্জন মেট্রোপলিটন ইউনিভার্সিটি এর জন্য এক গর্বের বিষয়। আমাদের মূল স্লোগান ‘From Mundane to Muse’ সকল বিভাগের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে সাধারণ ভাবনাকে সৃজনশীলতায় রূপ দিতে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে।”
এই উদ্যোগের উদ্যোক্তা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দুইজন সহযোগী অধ্যাপক। এ নিয়ে পুরো বিশ্ববিদ্যালয়সহ তারা নিজেরাও খুব উচ্ছসিত। অ্যাসোসিয়েট প্রফেসর মো. সাইদুর রহমান বলেন- “ মেট্রোপলিটন ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের চিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব দিয়ে আসছে। TEDx লাইসেন্স অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু একটি অর্জন নয়, বরং এটি আমাদের শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক পর্যায়ে নিজেদের ভাবনা প্রকাশের এক অসাধারণ প্ল্যাটফর্ম। ‘From Mundane to Muse’ থিমটি আমাদের শেখায়- প্রতিদিনের সাধারণ জীবন থেকেই জন্ম নিতে পারে অনন্য অনুপ্রেরণা ও পরিবর্তনের শক্তি।”
আরও একজন শিক্ষক এবং করেসপন্ডিং পারসন, অ্যাসোসিয়েট প্রফেসর জিয়াউর রহমান টিটু বলেন, “TEDx Metropolitan University Sylhet আমাদের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। এই উদ্যোগের মাধ্যমে তারা বুঝতে পারবে, প্রতিটি মানুষই নিজের ভাবনা ও কর্মের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, TEDx Metropolitan University Sylhet আগামী দিনগুলোতে নিয়মিতভাবে অনুপ্রেরণামূলক বক্তৃতা, আলোচনা ও কর্মশালার আয়োজন করবে, যেখানে নিজদের বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাড়াও দেশি-বিদেশি বক্তারা অংশ নেবেন। এর মাধ্যমে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং একটি সৃজনশীল অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
Related News
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে ‘সন্তুষ্ট হতে না পেরে’Read More
শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক আহমদ কবীর, সদস্য সচিব ড. সেলিম
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথমRead More



Comments are Closed