ভারতের ৮ নাগরিক ও ৯ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের আট নাগরিক এবং নয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।
মার্কিন ঘোষণায় বলা হয়, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত ছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ইরানের তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে।
এ তালিকায় চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা নয়টি ভারতীয় প্রতিষ্ঠান হলো- মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিব টেক্সচেম এবং দিল্লিভিত্তিক বিকে সেলস কর্পোরেশন। এসব প্রতিষ্ঠান গত কয়েক বছরে ইরানি উৎপাদিত পেট্রোকেমিক্যাল পণ্য কয়েক মিলিয়ন ডলার মূল্যে আমদানি করেছে বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ভারতীয় নাগরিকদের মধ্যে রয়েছেন- কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট, হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত ও পুনম কাসাত।
এছাড়া ওএফএসি-র তালিকায় আরও তিন ভারতীয় নাগরিক- বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
Related News
শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টসRead More
পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন-সংক্রান্ত নতুন এক আইন পাস হয়েছে ইউরোপের দেশ পর্তুগালে। নতুনRead More



Comments are Closed