কুলাউড়ায় ৭ শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতের নির্বাচনী কর্মশালা সম্পন্ন
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
এ সময় তিনি বলেন, একটি কল্যাণমুখী ও স্বস্তির বাংলাদেশ গঠনে ছাত্র-যুবকদের ভূমিকা অপরিহার্য। তাদের আদর্শিক ও সংগঠিত প্রচেষ্টা দেশকে ন্যায়ের পথে এগিয়ে নিতে পারে।
উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমির ও জুড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি ও সাগরনাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজিজ আহমদ কিবরিয়া, জেলা ছাত্রশিবিরের সভাপতি এম ফরিদ উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী মো. জাকির হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা বায়তুলমাল সম্পাদক মতিউর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদার ও পশ্চিম কুলাউড়া সভাপতি আশরাফুল ইসলাম শাহারিয়ার প্রমুখ।
কর্মশালায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় ৭ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Related News
কমলগঞ্জে অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক একটি সেমিনার মৌলভীবাজারেরRead More
বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেRead More



Comments are Closed