Main Menu

সীমান্ত নদী জাদুকাটাকে পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষনার দাবিতে মানববন্ধন

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটা বালি মহালের ইজারা বাতিল করে পরিবেশ প্রতিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকা ঘোষনার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে জাদুকাটা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে বিভাগীয় শহর সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

Manual1 Ad Code

কলামিষ্ট গোলাম সারওয়ারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি উচ্চ আদালতের দেয়া রায়ে ইজারা শর্তাবলী লঙ্গন করে সুনামগঞ্জ জেলা বালি মহাল ব্য্স্থাপনা কমিটি, তাহিরপুর উপজেলা প্রশাসনের ইশারায় ইজারাদারগোষ্ঠী জাদুকাটার বালি মহাল, মহাল বহি:র্ভুত বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের ইজারাবিহিন সীমানা নদীর পাড় (তীর), চর কেটে যান্ত্রিক পদ্ধতিতে বন্দুকধারী, দেশীয় অস্ত্রধারী লাঠিয়াল বাহিনীর প্রহড়ায় বালি লুট করাচ্ছে প্রতি দিবারাত্রী।

Manual4 Ad Code

বক্তারা আরো বলেন, জাদুকাট-১, ২ দুটি মহাল ইজারা নিয়ে পুরো জাদুকাটা, পাটলাই নদীর উৎস মুখে শ্রমিকদের দোহাই দিয়ে মূলত ইজারাদারগোষ্ঠী প্রতিনিয়ত ইজারাশর্ত লঙ্গন করে সনাতন পদ্ধতির পরিবর্তে বালি উক্তোলনের নামে শত শত কোটি টাকার খনিজ বালি লুট করাচ্ছেন।

Manual5 Ad Code

অপরদিকে সুনামগঞ্জ জেলা বালি মহাল ব্যবস্থাপনা কমিটি রয়্যালটির হার নির্ধারণ করে না দেয়ায় ইজারাদারগোষ্ঠী ব্যবসায়ী, শ্রমিকেদের নিকট থেকে প্রতি ঘনফুট বালির রয়্যালটি, দুটি ফাউ ঘাটে টোল ট্যাক্সের নামে ২৫ টাকা করে রয়্যালটি আদায় করছেন।

Manual5 Ad Code

জাদুকাটা বালি মহালে নৈরাজ্য, লুটতরাজ, অব্যবস্থাপনা দায় এড়াচ্ছেন স্থানীয় প্রশাসন। এমন দায়িত্বহীনতার কারনে লুপাটকারিদের লাগাম টেনে না ধরায় অন্ত:বর্তীকালীন সরকারের ভাবমুর্তি ক্ষুন্য হচ্ছে দেশ -বিদেশে।

সভাপতির বক্তব্যে গোলাম সারওয়ার বলেন, আমরা ইজারাদার বা শ্রমিক কারোই প্রতিপক্ষ নই। আমরা সিস্টেমের বিপক্ষে দাঁড়িয়েছি। এই বালি মহাল ইজারা প্রথায় সরকার সামান্য টাকা পাচ্ছেন কিন্তু আমাদের অস্থিত্য বিলীন হয়ে যাচ্ছে, বিলীন আর বিরান ভুমিতে পরিণত হচ্ছে জাদুকাটা নদীর উভয় তীরবর্তী ২০টি গ্রাম, বিজিবি ক্যাম্প, খেলার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণাধীন সেতু, ধর্মীয় প্রতিষ্ঠান, কাঁচা পাকা সড়ক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী,সুনামগঞ্জ সমিতি সিলেটের সাবেক সভাপতি নাসিম হোসাইন,সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ দিদার চৌধুরী, বাপা সিলেট জেলার কোষাধ্যক্ষ জাফসার সাদেক শাকিল, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সভাপতি সেলিনা চৌধুরী,পরিবেশ ও মানবাধিকার কর্মী সাংবাদিক সারোয়ার জাহান, পিযুষ পুরকায়স্থ টিটু, কাসমির রেজা, আসাদ জাহান, মুজিবুর রহমান প্রমুখ।

মানববন্ধন উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, ইংরেজী জাতীয় দৈনিক ‘দি কান্ট্রি টুডের, সিলেট ব্যুরো চীফ হাবিব সরোয়ার আজাদ, সাংবাদিক রায়হান উদ্দিন, ছড়াকার কবির আশরাফ, ইঞ্জিনিয়ার আকাঈদ হোসেন, ছদরুল হাসান, নাবিদ হাসান প্রমুখ।

জাদুুকাটা নদী তীরবর্তী বিভিন্ন গ্রামীণ বসতির সংক্ষুদ্ধ মানুষজন, সুনামগঞ্জ, সিলেটের নাগরিক সমাজ, পরিবেশ বাদী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম ব্যাক্তিত্বরা মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি ও দাবির প্রতি একাত্বতা পোষণ করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code