হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহল দলের পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদীসহ (কসমেটিকস), একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
জানা গেছে, হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) চৌকস সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালান আটক করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করে আসছে।
এরই ধারাবাহিকতায় বিজিবির টহলদল কর্তৃক পরিচালিত আকস্মিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩১ লাখ ৪১ হাজার টাকা সমমূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদীসহ (কসমেটিকস) এবং একটি ট্রাক জব্দ করতে সক্ষম হয়। বিজিবির ওই চৌকস টহলদল জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ওই পণ্যগুলো জব্দ করে।
অভিযানের বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, সীমান্তে শুধু পাহারা নয়, জনগণের সহায়তায় অপরাধ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করি। কেউ অবৈধ কর্মকাণ্ডের খবর পেলে দেরি না করে আমাদের জানাতে অনুরোধ করছি।
৫৫ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান রোধে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হবে এবং এই ধরনের আকস্মিক অভিযান চলমান থাকবে। চোরাচালান বিরোধী কর্মকাণ্ডে ‘শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)’ নীতিতে কাজ চালিয়ে যাবে বিজিবি।
Related News
নবীগঞ্জে জুমার নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে খুন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদেRead More
শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-লস্করপুর রেলসেকশনে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েRead More



Comments are Closed