Main Menu

ফের উত্তপ্ত ভারতের মণিপুর, বন্ধ ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: মেইত জাতিগোষ্ঠীর এক নেতাকে গ্রেপ্তারের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। সেখানকার কেন্দ্রীয় উপত্যকার পাঁচটি বিভাগের সব জায়গায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (৭ জুন) রাতে রাজধানী ইম্ফালসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন মেইত জাতিগোষ্ঠীর মানুষ।

শনিবার সন্ধ্যায় ওই নেতাকে কোয়াকেইথেল এলাকা থেকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। এরপর তার তাৎক্ষণিক মুক্তির দাবিতে বিভিন্ন সড়ক আটকে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়।

কোয়াকেইথেল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে একাধিক মানুষ আহত হন।

রোববার সকালে ইম্ফাল পূর্ব ও পশ্চিম বিভাগ, কাকচিং, থোবাল এবং বিষ্ণপুরের মোবাইল ডাটা সার্ভিস ও ইন্টারনেট পাঁচদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

এরআগে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর গত বছরের সেপ্টেম্বরে মণিপুরে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। প্রায় আট মাস পর আবারও একই সিদ্ধান্ত নিলো সেখানকার প্রশাসন।

২০২৩ সালের এপ্রিলে মণিপুর হাইকোর্ট মেইত জাতিকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার নির্দেশ দেয়। এতে করে সেখানকার কুকি ও অন্যান্য উপজাতি সম্প্রদায় বিক্ষোভ শুরু করে। তাদের আশঙ্কা তৈরি হয় মেইতদের তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার মাধ্যমে তাদের পাহাড়ি অঞ্চলগুলোতে জমি কেনার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া উপজাতিদের জন্য যেসব কোটা বরাদ্ধ আছে সেগুলোতেও মেইত জাতির মানুষ সুবিধা আদায় করে নেবে বলে আশঙ্কা করে তারা।

আদালতের ওই রায়ের পর মণিপুরে সংঘাত শুরু হওয়ার পর তা এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয়নি। এখনো সেখানে প্রায় সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Share





Related News

Comments are Closed