Main Menu

হবিগঞ্জে মামলা থেকে ২২ বছর পর খালাস পেলেন শিবিরের সাবেক সভাপতি

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা থেকে দীর্ঘ ২২ বছর পর বেকসুর খালাস পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মীর নুরুন্নবী উজ্জ্বল সহ ৮জন।

বুধবার (২১ মে) বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদ্দাত এর আদালত ১২ জনের স্বাক্ষী গ্রহন শেষে রায় ঘোষণা করেছেন।

উক্ত ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের আইনজীবী মীর নুরুন্নবী উজ্জ্বল, দৈনিক নয়া দিগন্ত এর হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ জেলা বারের সদস্য এম এ মজিদ, মীর জমিলুন্নবী ফয়সল, কামরুজ্জামান খালেদ, মাওলানা তাসলিম আলম, আমজাদ হোসেন মনি, কামরুল হাসান চৌধুরী রনিসহ ৮ জনকে বেখসুল খালাস প্রদান করেছেন।

জানা যায়, বিগত ২০০৩ ইং সালে সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন বাদী হয়ে হত্যার চেষ্টার অভিযোগ এনে আইনজীবী, সাংবাদিকসহ আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- জি আর১০৩/ ২০০৩।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট রহমতে এলাহি, সরকারী পক্ষে ছিলেন, এপিপি ফাতেমা ইয়াসমিন।

রায় হওয়ার পর বেখসুর খালাস পেয়ে ভুক্তভোগীরা জানান, সাংবাদিক তুহিন ছিলেন একজন আওয়ামী এজেন্ট। তিনি সব সময় শান্তি প্রিয় মানুষকে কিভাবে হয়রানি ও ক্ষতি করা যায়, তার চিন্তা চেতনা ছিল এমন। আজ দীর্ঘ ২২ বছর পর একটি ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ায় প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

Share





Related News

Comments are Closed