Main Menu

সিলেটে ডিজিটাল ভুমিসেবা নিয়ে যা বললেন সিনিয়র সচিব

বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভুমি সেবা পেতে জনগণ অহেতুক হয়রানির শিকার হয়। তাই বর্তমান অন্তর্বর্তী সরকার ভূমিসেবা সহজ করতে জনবান্ধন ডিজিটালাইজ করতে পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে জনবান্ধন ভূমিসেবা বাস্তবায়নে স্টেকহোল্ডার কনসাল্টেশন কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জনগণ যাতে ঘরে বসে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারে সে প্রত্যয়ে ভূমি মন্ত্রণালয় নতুন প্রয়াস গ্রহণ করেছে। এসময় তিনি স্থানীয় পর্যায়ে ভূমি জটিলতা নিরসন ও সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়াও ভুমি নিয়ে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সিনিয়র সচিব।

সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে কনফারেন্স সিলেট বিভাগের চার জেলা প্রশাসক, জেলা-উপজেলা রেজিস্ট্রার অফিসসহ প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কনফারেন্সে বিভিন্ন স্টেকহোল্ডাররা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

 

Share





Related News

Comments are Closed