Main Menu

শাবিতে প্রযুক্তি গবেষণাবিষয়ক তিন দিনব্যাপী সেমিনার শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে প্রযুক্তি গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে দেশ-বিদেশের ৪২টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০ জন শিক্ষক এবং ২৮৮ জন শিক্ষার্থী তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলনটি চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান।

অনলাইনে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, “এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভবিষ্যতে অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে এবং শিক্ষা ও শিল্প খাতের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তুলবে। আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণায় উৎকর্ষতা সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্মেলন নিঃসন্দেহে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।” তিনি আয়োজক, পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং জিআইএলডিএএন-এর এইচআর লিড গ্যাব্রিয়েলা মুনোজ।

সম্মেলনে চারটি মূল ট্র্যাকের অধীনে গবেষণাপত্র আহ্বান করা হয়েছে, যার মধ‍্যে আর্কিটেকচার, সিভিল ও এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, পেট্রোলিয়াম ও ফুড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল, ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও সাসটেইনেবল ইঞ্জিনিয়ারিং।

এই চারটি ট্র্যাকের আওতায় বিশ্বের আটটি দেশ—অস্ট্রেলিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত ও বাংলাদেশ—থেকে মোট ৮৫৩টি গবেষণাপত্রের সারসংক্ষেপ জমা পড়ে। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৬৮টি গবেষণাপত্র উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

নির্বাচিত গবেষণাপত্রগুলো উপস্থাপনের জন্য সম্মেলনে ৬৩টি টেকনিক্যাল সেশন আয়োজন করা হয়েছে। এসব সেশনে দেশি-বিদেশি গবেষকরা তাঁদের গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে শাবিপ্রবির স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে দুই বছর পরপর এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর এটি অষ্টমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

Share





Related News

Comments are Closed