নগরীতে ক্লিন সিটি সিলেট এর ৪ টেখায় ইফতার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, পবিত্র রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ক্লিন সিটি সামাজিক সংগঠন আন্তরিকতার সঙ্গে পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিরতণ করে মহতি কাজ করে যাচ্ছে। যা অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি বলেন, ক্লিন সিটি সামাজিক সংগঠন শুধু রমজানেই নয়, বরং সারা বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ক্লিন সিটি অর্থই হচ্ছে পরিস্কার পরিচ্ছন্ন রাখা। একদল তরুণ-তরুণীর সিলেট শহরকে সুন্দর করতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তিনি এ ধরনের কার্যক্রমে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ রাখা হয় সুবিধাবঞ্চিতদের জন্য।
তিনি শুক্রবার (১৪ মার্চ) পবিত্র রমজান মাসে ক্লিন সিটির ২য় ধাপে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ৪ টেখায় ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লিন সিটি সামাজিক সংগঠনের সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল লতিফের পরিচালনায় ৪ টেখায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এখন টেলিভিশন সিলেটের ব্যুরো ইনচার্জ গোলজার আহমদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সম্পাদক সুয়েব নেওয়াজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের, লজিস্টিক সম্পাদক তারেক রহমান, সদস্য জোবায়ের, নাসির, ফাহিম, শিহাব, বাবুল, রুবেল, রবিউল, আলি, ইব্রাহিম, শিপন, সুজন, মারুফ, রাজিব, নাশিদ, সাদিয়া বেগম, মুমু, মিতু, সুরাইয়া, রুহি, শাহীন, সাব্বির, রুবিনা, জান্নাত প্রমুখ।
এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News

শাবিতে ছাত্রদলের কর্মসূচি, কারণ দর্শানো নোটিশ প্রশাসনের
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলীয়Read More

ওসমানী হাসপাতলে রোগীর স্বজনকে মারধর, চিকিৎসককে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগে এক চিকিৎসককেRead More
Comments are Closed