Main Menu

শাহ আরফিন টিলায় শ্যালো মিশিন ও স্টোন ক্রাশার ধ্বংস

বৈশাখী নিউজ ডেস্ক: কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলায় পাথর উত্তোলনের বিরুদ্ধে সিলেটের পরিবেশ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ সিলেট এর যৌথ উদ্যোগে বুধবার এক অভিযান পরিচালিত হয়।

অভিযানে শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৭ টি শ্যালো মেশিন অকেজো করে পুড়িয়ে দেয়া হয় এবং অবৈধ ৬টি স্টোন ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কোম্পানীগঞ্জ উপজেলা ও সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।

Share





Related News

Comments are Closed