শান্তিগঞ্জ থেকে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থেকে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। তার নাম ছানি আক্তার (১৪)। সে উপজেলার জামলাবাদ খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী এবং একই গ্রামের জংশন মিয়ার মেয়ে। তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি।
ছানি নিখোঁজের ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মিলেনি। এই ঘটনায় শান্তিগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।
নিখোঁজ ছানি আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে সে নিজ বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মাদ্রাসায় যায়নি এবং বাড়ীতেও ফিরেনি। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল কালো বোরকা।
ছানি আক্তারকে ফিরে পেতে তার পরিবারে চলছে মাতম। মুর্ছা যাচ্ছেন বাবা-মা। পাগলের মতো তাকে খুঁজছেন আত্মীয় স্বজন।
তাকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন নিখোঁজ ছানি আক্তারের বড় ভাই তানজিব তালুকদার। কেউ মেয়েটির সন্ধান পেলে মোবাইল (০১৩১৫৯৯৯১৬৮/০১৭৯০৯২৯৭৩০) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। অথবা নিকটস্থ থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি।
Related News

শাল্লায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮Read More

ছাতকে বাগদাদ বেকারী কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ছাতক প্রতিনিধি: কাপড়ে ব্যবহৃত রং খাবারে ব্যবহার করা হচ্ছে এবং অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বেকারি পণ্যRead More
Comments are Closed