ঢাবিকে পিছনে ফেলে র্যাঙ্কিংয়ে ৬ষ্ঠ শাবিপ্রবি

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ দশে ঢাবিকে পিছনে ফেলে ষষ্ঠ অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
গত সোমবার (২৭ জানুয়ারি) প্রকাশিত হয় এ র্যাঙ্কিং।
ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, দেশসেরা অবস্থানে স্থানে উঠে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), শীর্ষ অবস্থান থেকে ছিটকে গিয়ে অষ্টম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির বৈশ্বিক অবস্থান ১ হাজার ৯৯৫। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাঙ্কিং ১৪৭৪)। বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাঙ্কিং ১৭৭০) তৃতীয় অবস্থানে আছে।
চতুর্থ অবস্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি (বৈশ্বিক র্যাঙ্কিং ১৭৮৩), পঞ্চম অবস্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বৈশ্বিক র্যাঙ্কিং ১৮১৮), ষষ্ঠ স্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাঙ্কিং ১৯৪২), সপ্তম স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাঙ্কিং ১৯৭০) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র্যাঙ্কিং ১৯৯৫) রয়েছে অষ্টম স্থানে।
Related News

শাবিপ্রবির ভর্তি কার্যক্রমে থাকছে না কোটা
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে সব ধরনেরRead More

সিমাগো র্যাঙ্কিংয়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রথম সিকৃবি
বৈশাখী নিউজ ডেস্ক: স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন-২০২৫ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ে সকল পাবলিকRead More
Comments are Closed