Main Menu

ভারতীয়দের বিক্ষোভের মুখে বিএসএফ, বন্ধ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সম্প্রতি একরকম টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হতে দেখা গেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাধা দিয়েছে বাংলাদেশ।

মূলত সীমান্তে ভারতের আইন-বহির্ভূত এই কর্মকাণ্ড রুখে দেওয়ার কাজে বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি’র পাশাপাশি ছিলেন সাধারণ বাংলাদেশিরাও। যার ফলে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়। আর এবার কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয়দের বিক্ষোভের মুখে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

স্থানীয় ভারতীয়দের বিক্ষোভের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় ভারত ও বাংলাদেশ সীমান্তে সংশ্লিষ্ট স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় বাসিন্দাদের বাধায় বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার লাগানোর কাজ বন্ধ করেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের নদীয়ার শিকারপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে আপাতত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

মূলত শিকারপুর বিডিও অফিসের পাশে মাথাভাঙা নদীর পাড়ে প্রায় ১.৩ কিলোমিটার জায়গাতে এতদিন কাঁটাতারের বেড়া ছিল না। জমি অধিগ্রহণ এবং অন্যান্য বিষয়ে বিএসএফ এবং বিজিবির দীর্ঘ আলোচনার পরে মাস ছয়েক আগে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল।

শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন রায় ও করিমপুর-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল জানান, গ্রামবাসীরা দাবি মতো বিএসএফ প্রতিশ্রুতি দিয়েছিল সংশ্লিষ্ট জায়গা বরাবর কাঁটাতারের বেড়া দেওয়া হলেও এলাকার মানুষের সুবিধার্থে একটি গেট রাখা হবে। কিন্তু শনিবার গ্রামবাসীরা লক্ষ্য করেন গেট না রেখে সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। তাতেই আপত্তি জানান তারা।

Share





Related News

Comments are Closed