Main Menu

পাঁচ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেবে শাবিপ্রবি

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিজস্ব পদ্ধতিতে আগামী ২৮ ফেব্রুয়ারি ৫টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোর এর কয়েকটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর কেন্দ্রগুলোর আসন সংখ্যা সীমিত থাকবে। এই কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী দ্বারা আসন সংখ্যা পূরণ হয়ে গেলে ঢাকায় কেন্দ্র পছন্দ করার সুযোগ থাকবে না। তবে উল্লেখিত অন্যান্য শহরের কেন্দ্রগুলোর আসন সংখ্যা উন্মুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুক ‘এ’ ইউনিটের পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুধুমাত্র শাবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed