Main Menu

স্টুডেন্ট ভিসা নিয়ে দুঃসংবাদ দিল কানাডা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা দিতে বাড়তি একটি সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা ‘স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম’-এর (এসডিএস) আওতায় ভিসার আবেদন করতে পারতেন। তবে, এখন থেকে আর সেই সুবিধাটি থাকছে না।

Manual3 Ad Code

স্টুডেন্ট ভিসার আবেদনে আগ্রহী করতে ২০১৮ সালে এসডিএস প্রোগ্রাম চালু করেছিল কানাডা।

এর আওতায় এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, মরক্কো, পেরু, ফিলিপাইন, সেনেগাল, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং ভিয়েতনামের শিক্ষার্থীরাও আবেদন করতে পারতেন।

এসডিএসের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণের সুযোগ ছিল বেশি। সেই সঙ্গে এক্ষেত্রে ভিসার প্রক্রিয়াও ছিল দ্রুত।

Manual4 Ad Code

এ বিষয়ে কানাডা সরকার তাদের ওয়েবসাইটে বলেছে, তারা সব দেশের শিক্ষার্থীদের সমান সুযোগ দেওয়ায় বিশ্বাসী।

Manual1 Ad Code

কানাডা সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, সবার জন্য একই ধরনের ব্যবস্থা থাকবে। একেবারে একটা স্বচ্ছ ব্যবস্থা থাকবে এখানে। নাইজেরিয়া পড়ুয়াদের জন্য নাইজেরিয়া স্টুডেন্ট এক্সপ্রেস চালু ছিল। সেই ব্যবস্থাকেও বাতিল বলে ঘোষণা করা হচ্ছে।

তবে ৮ নভেম্বর স্থানীয় সময় ২টার মধ্যে যারা আবেদন করেছেন তারা এসডিএসের আওতায় ভিসার সুবিধা পাবেন। তারপর থেকে আর এই ব্যবস্থা কাজে দেবে না, অন্যদের মতো একই পদ্ধতিতে আবেদন করতে হবে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code