কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে আম্বিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বতুমারা গ্রামের কালা মিয়ার স্ত্রী ও বিজয়পাড়ুয়া গ্রামের মৃত মাসুক মিয়ার মেয়ে।
শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই নারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আম্বিয়ার শ্বশুরবাড়ির সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও তার বাবার বাড়ির লোকজন হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন।
গৃহবধূর শশুরবাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আম্বিয়া বেগম শনিবার সকালে এক গ্লাস পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আম্বিয়ার জা লোকসান (২৩) ও আয়শা বেগম (২৫)-কে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়েব আল মাহমুদ আদনান বলেন- প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব হতো বলে জানতে পেরেছি। আম্বিয়া বেগমের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে তার মৃত্যু রহস্যজনক।
ওসি বলেন- এ ঘটনায় দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Related News
ভারতীয়দের বিক্ষোভে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানিসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধRead More
এবছর সিলেটে এইডসে বেড়েছে মৃত্যুর সংখ্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার (১ ডিসেম্বর) ছিলো বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে সিলেটে সরকারি-বেসরকারিভাবে নানাRead More
Comments are Closed