একযুগ পরে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে নিখোঁজ প্রবাসী
বৈশাখী নিউজ ডেস্ক: একযুগ পরে দেশে ফিরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের মো. আনিফুল (৪২) নামে এক মালদ্বীপ প্রবাসী নিখোঁজ হয়েছেন। ২২ দিন অতিবাহিত হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
এ নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। এ ব্যাপারে নিখোঁজ প্রবাসীর স্ত্রী উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের মোছা. মর্জিনা বেগম মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মর্জিনা বেগম জানান, ১২ বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালদ্বীপ যায়। সেখানে গিয়ে কিছুদিন পরে অবৈধ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে পারছিলেন না। তবে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। ভরণপোষণের খরচ পাঠাতেন। গত ১১ সেপ্টেম্বর থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার প্রবাসের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় ওই দিন সে দেশে ফিরে গেছে। তারা আমাদের কাছে বিমানের টিকেটের ছবিও পাঠিয়েছে। স্বজনরা টিকেটের ছবি নিয়ে ঢাকায় বিমানবন্দরে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছেন আরিফুল ১১ সেপ্টেম্বর দেশে এসেছেন।
দীর্ঘদিন পরে পরিবারের লোকজনকে না জানিয়ে দেশে ফিরে বাড়িতে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজনের মধ্যে উৎকন্ঠা দেখা দিয়েছে।
মাধবপুর থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই মো. সোহেল রানা জানান, এ ব্যাপারে তদন্ত চলমান আছে।
Related News
হবিগঞ্জে সড়কে ৩০ গাড়ি আটকে যাত্রীদের মালামাল লুট
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা,Read More
সরকারি জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সোনাপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এRead More
Comments are Closed