সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে৷ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
Related News
বন্ধুকে এয়ারপোর্টে বিদায় দিয়ে ঘরে ফেরা হলো না তিন বন্ধুর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সুত্রাপুরে প্রাইভেট কার ও বাসের সংঘর্ষে তিন বন্ধু মারাRead More
জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিতRead More
Comments are Closed