মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক তানভীরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক দিনকালের স্টাফ ও বিএনপির আইটি সদস্য ও ফটো সাংবাদিক তানভীর আহমেদ খান (৩০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
রোববার বিকেল ৫টা ৪১ মিনিটে রাজধানীর রাসমনো হাসপাতালের আই সি ইউ’তে ইন্তেকাল করেন তিনি।
এর আগে দুপুরে রাজধানীর মগবাজার মোড়ে এক মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে রাসমোনা হাসপাতালে নেওয়া হয়।
আজ বাদ এশা দৈনিক দিনকাল (৪৪১/১, তেজগাওঁ শিল্প এলাকা, ঢাকা ১২০৮) পত্রিকা অফিসের সামনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার নিজ গ্রাম কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজরা এ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারবর্গ।
তানভীর আহমেদ খান ২০০৫ সালে দৈনিক দিনকালের অফিস সহকারী হিসেবে যোগদান করেন, সর্বশেষ ২০২৩ সাল থেকে বিএনপির আইটি সদস্য ও ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিক তানভীর আহমেদ খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় তিনি “তানভীর আহমেদ এর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ হিসেবে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি ছিলেন একজন সৎ ও সজ্জন মানুষ। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় তানভীর আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক তানভীর আহমেদ খান কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজরা গ্রামের মৃত কাদির খানের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ বছরের মেয়ে ও ১৫ মাসের এক ছেলে সন্তান রেখে গেছেন।
Related News
সাভারে প্রাইভেটকার-বাস সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভারে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন।Read More
সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর)Read More
Comments are Closed