Main Menu

কোম্পানীগঞ্জে জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আব্দুর রাজ্জাক (৬৫) নামের এক বৃদ্ধ। তিনি উপজেলার পুর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের মৃত সফর আলীর ছেলে।

শুক্রবার (২ আগস্ট) সকাল ছয়টার দিকে পুর্ব ইসলামপুর ইউনিয়নের মেঘারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতরা হলেন- একই গ্রামের তাজুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

জানা গেছে, উত্তর রাজনগর গ্রামের আব্দুর রাজ্জাক ও মেঘারগাঁও গ্রামের ইমাম উদ্দিনের পরিবারের মধ্যে দুই একর জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল। সম্প্রতি জমি সংক্রান্ত মামলার রায় আব্দুর রাজ্জাকের পক্ষে আসে। শুক্রবার সকাল ছয়টার দিকে এই জমিতে চাষাবাদ করতে যান আব্দুর রাজ্জাক পক্ষের লোকজন। এসময় বাঁধা দেয় ইমাম উদ্দিন পক্ষ। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বলেন, জমি নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। এখন পর্যন্ত কাউকে আটকও করা হয়নি।

Share





Related News

Comments are Closed