সিলেটে ভারতীয় চোরাই ঔষধ ও চিনি জব্দ, গ্রেপ্তার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় ঔষধ ও ৪৭ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় গ্রেফতার হয়েছেন ৪ জন।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩১ জুলাই রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামে আভিযান চালিয়ে ৩৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় গ্রেফতার হন নাজিম আহমেদ (২৫) নামে এক যুবক। একই রাতে অপর এক অভিযানে নিজপাট ইউনিয়নের চৈলাখেল গ্রামে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী কালে ১২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। গ্রেফতার হন মনিরুজ্জামান সোহাগ (৩০) নামে এক যুবক। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ৩১ জুলাই গোয়াইনঘাট থানা পুলিশ গোয়াইনঘাট ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরণের ঔষধ উদ্ধার করে। এসময় গ্রেফতার হন রবিউল ইসলাম রবিন (২৩) ও খলিল মিয়া (৪১)। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News

জৈন্তাপুরে ১৫৫ কার্টুন ভারতীয় মাল্টা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সেনাবাহিনীর টহল চলাকালে একটি ডিআই পিকআপ ভর্তিRead More

বিশ্বনাথে সাবেক স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে প্রবাসীর মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডাকাত অপবাদ দিয়ে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়Read More
Comments are Closed