Main Menu

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শাবিতে শিক্ষকদের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপী ছাত্র-জনতার ওপর নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে শোভাযাত্রা, সংহতি ও শিক্ষক মিছিল ও সমাবেশ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের চেতনা একাত্তরের সামনে জড়ো হন শিক্ষকেরা। পরে শোভাযাত্রা করে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমাবেশে মিলিত হন। ‘প্রতিবাদ র‍্যালি ও সংহতি সমাবেশ’ এবং ‘শিক্ষক সমাবেশ’ নামের দুটি ব্যানারে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জনের মতো শিক্ষক অংশ নেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে রসায়ন বিভাগের অধ্যাপক আবুল হাসনাত, অধ্যাপক রেজাউল করিম, গণিত বিভাগের অধ্যাপক সাজেদুল করিম, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক রাজইক মিয়া প্রমুখ বক্তব্য দেন।

অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থী, শিশু ও অসহায় মানুষের ওপর যে নির্বিচারে হামলা হয়েছে আমরা তাঁর তীব্র নিন্দা, প্রতিবাদ এবং সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। ছাত্ররা যে ৯ দফা দাবি দিয়েছে তা যৌক্তিক, আমরা তার সঙ্গে একমত। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ বিচার হোক। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে এর সঠিক বিচার হোক।’

অধ্যাপক সাজেদুল করিম বলেন, ‘আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা ক্লাসে ফিরতে চাই। শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিন। শিক্ষার্থীরা এ দেশের হৃদয়ের স্পন্দন, তাদের ওপর আর গুলি চালাবেন না। প্রশাসনের ভাইয়েরা এ আন্দোলনের সুফল আপনার সন্তানেরাও নেবে। আপনারা কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা করবেন না।’

অধ্যাপক সাজেদুল আরও বলেন, ‘যেসব মন্ত্রী গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইনের চোখে সবাই সমান। অপরাধের শাস্তি অপরাধীদের পেতেই হবে।’

তিনি বলেন, ‘ছাত্রজনতার ওপর আমরা আর গুলি দেখতে চাই না। রাতের বেলায় গণগ্রেপ্তার ও তল্লাশির নামে হয়রানি অবলম্বে বন্ধ করতে হবে।’

Share





Related News

Comments are Closed