Main Menu

ছাতকে চেলা নদী‌ থেকে ৩জনকে আটক, তিন লাখ টাকা জ‌রিমানা

ছাতক প্রতি‌নি‌ধি: ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অপরাধে বালু বোঝাই ২‌টি নৌকা সহ ৩ জনকে আটক করেছে পু‌লিশ।

বৃহস্প‌তিবার (২৫ জুলাই) বিকা‌লে উপজেলার চেলা ও মরা চেলা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এসব নৌকা আটক করেন ছাতকের নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আবু না‌ছির।

আটককৃতরা হলো, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের ফজর আলীর পুত্র কাইয়ুম উদ্দিন (৫৬), ছাতক উপ‌জেলার ইসলামপুর ইউপির গ‌নেশপুর গ্রা‌মের সিরাজুল ইসলামের পুত্র আলী আহমদ (৫০) ও একই উপ‌জেলার পৌর শহ‌রের মন্ডলী‌ভোগ গ্রা‌মের ইলিয়াছ আলীর পুত্র মকবুল‌ হো‌সেন (৪০)।

জানা যায়, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মরা চেলা নদী থেকে চোরাই পথে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প‌তিবার দুপু‌রে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আবু না‌ছিরের নেতৃ‌ত্বে এমদাদ নগর এলাকার ‌চেলা ও মরা চেলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ঘন ফুট বালু সহ দুইটি স্টিল বডির নৌকা আটক করেন। এসময় চোরাই পথে বালু উত্তোলন করার অপরাধে জড়িত ৩ জনকে আটক ক‌রে ভ্রাম্যমাণ আদালতের মাধ‌্যমে এদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩ ব্যক্তিকে তিন লাখ টাকা জ‌রিমানা ক‌রা হয়।

এ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন ছাতক থানার ও‌সি শাহ আলম ও নৌপু‌লি‌শের ইনচার্জ আনোয়ার হো‌সেন।

Share





Related News

Comments are Closed