কয়েছ লোদি, মৌলা গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট বিএনপির নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১) ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী ও ২৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মৌলা গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১) ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী কোর্টের হাজিরা শেষে বাসায় ফেরার পথে বন্দরবাজার থেকে গ্রেফতার করেছে বাকশালী পুলিশ। কোটাবিরোধী আন্দোলনে বিএনপি সহ সকল সাধারণ জনগন স্বর্তস্ফুতভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের যুক্তিক দাবির সাথে একমত পোষণ করে অংশগ্রহন করছিল ঠিক তখনই অবৈধ সরকার তার পুলিশ বাহিনীকে দিয়ে একেক পর এক বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। গ্রেফতার হামলা-মামলা করে শহীদ জিয়ার সৈনিকদের কখনো দমানো যাবে না।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকার ষড়যন্ত্রের কথা বলে, বিএনপির উসকানি দেয়ার কথা বলে আন্দোলনকারীদের স্বাধীনতাবিরোধী ও রাজাকার হিসেবে চিহ্নিত করছে এবং শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। কোটাবিরোধী আন্দোলনকারী ও বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আজও কোটাবিরোধী আন্দোলনকারী কয়েকজন মেধাবী শিক্ষার্থী দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, সিলেট মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুলের বাসায় পুলিশের তল্লাশী এবং কোটাবিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখন এ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা যুবদল নেতা ওসমান গনির বাসায় ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুর করেছে। এ হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেট পাচ্ছি না।
Related News

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫Read More

স্বাধীনতা দিবসে জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি মহান স্বাধীনতাRead More
Comments are Closed