কোটা সংস্কার আন্দোলনে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সংহতি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে সমিতির সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকির, সাধারণ সম্পাদক মেহরাজ চৌধুরী মিনহাজ ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুজিদ চন্দ্রনাথ বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রদের আন্দোলনে আমরা সংহতি প্রকাশ করছি। এ আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সহিস কর্মকান্ডে আমরা ভীষণভাবে উদ্ধিগ্ন। সহিংসতা ও উত্তেজনার কারনে সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে ভয়-ভীতির সম্মুখীন হচ্ছেন। ফলে দেশে একটি গোমট পরিবেশের তৈরি হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে বিষয়টির একটি যৌক্তিক সমাধান করবেন বলে আমরা আশা প্রকাশ করছি। এতে দেশ একটি অস্থিতিশীল পরিবেশ থেকে বের হয়ে আসবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন।
Related News
সিলেটে মধ্যরাতে মিসবাহ সিরাজকে অপহরণ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকেRead More
আওয়ামীলীগের চরিত্র বদলায়নি, এখনো ষড়যন্ত্র করছে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি শক্তি দেশের মর্যাদাRead More
Comments are Closed